পটিয়ায় ১৫ হাজার শীতার্ত মানুষ পেল কেডিএস গ্রুপের কম্বল

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১:১১ অপরাহ্ণ

পটিয়ায় দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ কেডিএস গ্রুপের সৌজন্যে ১৫ হাজার শীতার্ত নারী পুরুষ পেল কম্বল। প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার জিরি ইউনিয়নের সাঁইদাইর গ্রামে কেডিএস গ্রুপের পক্ষ থেকে উপজেলার জিরি, কুসুমপুরা, হাবিলাসদ্বীপ, কাশিয়াইশ, আশিয়া ও বড়লিয়া ইউনিয়নে এ কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে গতকাল পটিয়ার জিরি ইউনিয়নের সাঁইদাইর গ্রামে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের গ্রামের বাড়িতে এ কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমানের পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপক কাজল কান্তি বডুয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের এবি সোহেল চৌধুরী, সঞ্জিত আচার্য্য প্রমুখ।
কম্বল বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, প্রতিবছর কেডিএস গ্রুপের পক্ষ থেকে হাজারো অসহায় নারী পুরুষের মাঝে কম্বল, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এ কম্বল বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। যা আগামী এক সপ্তাহ পর্যন্ত ধারাবাহিকভাবে চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিকের বোতল জমা দিলে মিলছে নগদ টাকা
পরবর্তী নিবন্ধজনগণের অধিকার আদায়ে ভ্যানগার্ডের দায়িত্ব ছাত্রদলের