পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৯ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

পটিয়ায় বিমান ধর নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের ছোট ভাই রিমান ধর বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিমান ধর উপজেলার ধলঘাট ইউনিয়নের বনিক পাড়ার দুলাল ধরের বড় ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তার পুল এলাকায় কেবি আমান আলী সড়কের চাঁন্দাপুকুর পাড়ে সৌদিয়া গোল্ড ফ্যাশন নামে নিহত বিমান ধরের একটি স্বর্ণের দোকান রয়েছে। গত মঙ্গলবার রাতে প্রতিদিনের ন্যায় চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে পটিয়ার গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে উপজেলার জঙ্গলখাইন ইউপির ৩ নং ওয়ার্ডের লড়িহরা নুর আহমদ সড়কে রাত ১১টার দিকে অন্ধকারে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় তারা বিমান ধরকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।
এদিকে বিমান ধরের পিতা দুলাল ধর দাবি করেন, তার পুত্রকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি তার পুত্রের নির্মম হত্যাকান্ডের কঠোর শাস্তির দাবি জানান।
মামলার বাদি রিমান ধর বলেন, আমার ভাইকে দুর্বৃত্তরা কুপানোর সময় চিৎকার করলে এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমি এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষীদের চিহ্নিত ও আইনের আওতায় এনে কঠোর শাস্তি ও বিচারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, নিহত বিমান ধরের অরিত্রি ধর (১৩), অয়ন ধর (৯) ও তরিৎ ধর (৫) নামে তিন পুত্র ও কন্যা সন্তান রয়েছে। তারা তিন ভাই এক বোনের মধ্যে নিহত বিমান ধর সবার বড়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, বিমান ধরের খুনের ঘটনায় তার ছোট ভাই রিমান ধর বাদি হয়ে অজ্ঞাত নামাদের আসামি করে একটি হত্যা মামলা করেছে। এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর একাধিক টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। আশাকরি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সক্ষম হবো।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির পঞ্চম সমাবর্তন রোববার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা