পটিয়ায় স্কুল ছাত্রীকে টেক্সিতে তুলে শ্লীলতাহানির চেষ্টা

প্রতিবাদে মানববন্ধন

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৬:০০ পূর্বাহ্ণ

পটিয়ায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক সিএনজি টেক্সিতে তুলে বখাটেরা শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে। উপজেলার ভাটিখাইন হাই স্কুলের নবম শ্রেণীর ওই ছাত্রী গত বুধবার দুপুর ১টার দিকে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে ভট্টাচার্য্য হাট রাস্তার মুখ থেকে সাকিবসহ একদল বখাটে যুবক তাকে জোরপূর্বক একটি সিএনজি টেক্সিতে তুলে নিয়ে যায় এবং গাড়িতেই শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে পটিয়া ইউএনও’কে লিখিত অভিযোগ করে ওই ছাত্রী।
এসময় ভাটিখাইন স্টিল ব্রিজ এলাকায় টেক্সি গেলে মেয়েটির শোর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে বখাটেরা মুরালী ঘাটের দিকে পালিয়ে যায়। এই ব্যাপারে মেয়ের মা বাদী হয়ে পটিয়া থানায় সাকিব (২০) সহ অজ্ঞাতনামা আরো ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
সাকিব ভাটিখাইন ইউনিয়নের গফুর মেম্বারের বাড়ির আবু ছৈয়দের পুত্র। এদিকে এ ঘটনায় বখাটেদের শাস্তির দাবিতে স্কুলের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক গতকাল বৃহস্পতিবার বেলা ৩ টায় পটিয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন। তারা বখাটেদের শাস্তির দাবি জানান। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহম্মদ জানান, এ ঘটনার বিষয়ে পটিয়া থানার ওসিকে আইনগত ব্যবস্থ্যা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। বখাটেদের আটকে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধনকল স্বর্ণ দিয়ে প্রতারণা, দুইজন আটক
পরবর্তী নিবন্ধদোকান থেকে ১৪ ভরি স্বর্ণসহ ৫ লাখ টাকা লুট