পটিয়ায় রিকশা ছিনতাই চেষ্টায় চালককে ছুরিকাঘাত

আশঙ্কাজনক অবস্থায় চমেকে ভর্তি

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলায় রিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে এক রিকশাচালককে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুচক্রদণ্ডী এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিকশাচালকের নাম সাখাওয়াত হোসেন (২০)। তিনি চন্দনাইশ উপজেলার পশ্চিম ধোপাছড়ী গ্রামের বাসিন্দা। তাঁর বাবা কালু মিয়া ও মা ফেরদৌস বেগম। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সুচক্রদন্ডী এলাকায় ছিনতাইকারীরা সাখাওয়াতের রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে দুর্বৃত্তরা তার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক জরুরি ভিত্তিতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি চমেকে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধভারতে কফ সিরাপ সেবনে ১৫ দিনে ৬ শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে বাসার ছাদ থেকে পড়ে কেয়ারটেকারের মৃত্যু