পটিয়ায় রবি প্রণোদনার সরকারি বীজ ও সার পেল ৩শ ৩০জন কৃষক

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

 

পটিয়ায় রবি প্রণোদনার সরকারী বীজ ও সার পেল উপজেলার ৩শ’ ৩০জন কৃষক। গতকাল বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে কৃষকদের মাঝে এসব বীজ ও সার তুলে দেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

এসময় হুইপ বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকদের উন্নয়নে সংগ্রাম করেছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় সরকার বিভিন্ন মৌসুমে কৃষকদের জন্য বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার প্রদান করে আসছেন। সরকারের দেয়া এ সুফল মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে প্রতি ইঞ্চি পতিত জমি আবাদযোগ্য জমিতে পরিণত করতে হবে।

এ উপলক্ষে আয়োজিত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ, উপজেলা আ.লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম। উল্লেখ্য উপজেলার ৩৩০ জন কৃষকদের মাঝে গম, ডিএপি সার, ভুট্টো সরিষা, চীনাবাদাম, সূর্যমুখী বীজ, মুগ বীজ ও খেসারী বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে কৃষকের ধানে দুর্বৃত্তের আগুন
পরবর্তী নিবন্ধরামগড়ে ভারতীয় গরুসহ দুই চোরাকারবারি আটক