পটিয়া পৌরসভার সবজারপাড়ায় ছেলের গুলিতে মা নিহতের ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলায় ছেলে মাঈনুদ্দিন মো. মাঈনুর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল জেলা ও দায়রা জজ আজিজ ভূঞা এই আদেশ দেন। এ সময় মাঈনু কাঠগড়ায় হাজির ছিলেন।
জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২১ জুন থেকে এ মামলায় মাঈনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। আদালত সূত্র জানায়, গত বছরের ১৭ আগস্ট নগরীর একটি এলাকা থেকে মাঈনুকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার হয়। এর আগে ১৬ আগস্ট মাঈনু তার মা জেসমিন আক্তারকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় মাঈনুর বোন শায়লা শারমিন নিপা তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মাঈনু পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের (ঘটনার একমাস আগে তিনি মারা যান) ছেলে।
আদালতসূত্র জানায়, ঘটনার দিন মা ও বোন ব্যাংক থেকে শামসুলের রেখে যাওয়া টাকা তুলতে গেলে মাঈনু ক্ষুব্ধ হয়। একপর্যায়ে মাঈনু প্রথমে বোন শায়লাকে এবং পরে মা জেসমিনকে লক্ষ্য করে গুলি করেন।
প্রথম গুলিটি ফসকে গেলেও দ্বিতীয় গুলিটি জেসমিনের চোখের নিচে লাগে। পরে মাঈনুদ্দিন সেখান থেকে সটকে পড়েন। গুলির শব্দ পেয়ে স্থানীয় লোকজন জেসমিন আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।