পটিয়ায় বিএনপির প্রস্তুতি সভা

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেছেন, দেশে নতুন করে আবারও ফ্যাসিবাদ সৃষ্টি হোক আমরা তা চাই না। বিগত ১৭ বছর দলের নাম ভাঙ্গিয়ে যারা গর্তে লুকিয়ে ছিল এবং স্বৈরাচারের দোসরদের সাথে আঁতাত করে রাজনীতির নামে তামাশা করেছে তাদের দ্বারা বিএনপির রাজনীতি হবে না। দলের ত্যাগী নেতাদের দলের হাল ধরতে এগিয়ে আসতে হবে। আগামী ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন দিবসে বিএনপির পক্ষ থেকে পটিয়ায় যে আনন্দ শোভাযাত্রা বের হবে, তাতে সবাইকে অংশগ্রহণ করতে হবে। এ আনন্দ শোভাযাত্রা দক্ষিণ চট্টগ্রামে স্মরণীয় হয়ে থাকবে।

গত শনিবার বিকিলে পটিয়া কলেজ গেইটস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পটিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা ফয়েজ আহমদ, তৌহিদুল ইসলাম, গাজী আবু তাহের, মঈনুল আলম ছোটন, মো. সাইফুদ্দিন, দিদারুল আলম, হাবিবুর রহমান রিপন, শাহজাহান চৌধুরী, আল রায়হান সোহেল, আখতারুজ্জামান বাবলু, হামিদুর রহমান পেয়ারু, মো. মহিউদ্দীন, আবদুল ছালাম, মোহাম্মদ ইউছুফ, নাছির উদ্দন তালুকদার, মো. জহির উদ্দীন, মো. নুর হোসেন, নুরুল আমিন জুয়েল, জামাল উদ্দিন, তৌহিদুল আলম, জাহাঙ্গীর, লায়ন নাজিম উদ্দীন, মো. রুবেল, রেজাউল করিম, মো. আলমগীর বাবু, জালাল উদ্দীন ছোটন, মো. মহিউদ্দিন টিংকু, রবিউল হোসেন সৌরভ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপরমাণু বিজ্ঞানী ড. এম শমশের আলীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসিলিমপুর সিডিএ আবাসিকে ওয়াসা ও গ্যাসের সংযোগ দেয়া হবে