পটিয়ায় বাহুলী গণহত্যা দিবস পালিত

| শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

১৯৭১ সালের ২৩ এপ্রিল পটিয়া সদরের নিকটবর্তী বাহুলী গ্রামের মিত্র পাড়া ও পার্শ্ববর্তী হাইদগাঁও গ্রামের গৌরাঙ্গ পাড়া এলাকায় বিভিন্ন বাড়িতে পাক হানাদার বাহিনী অভিযান চালিয়ে ১১ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। এতে শহীদ হন, নগেন্দ্র মিত্র, সারদা চরণ মিত্র, কৃষ্ণ মিত্র, জীবন হরি মিত্র, রুক্ষিনী মিত্র, অনিল মিত্র, নিরঞ্জন দাশ, সাধন দাশ, সুনীল দাশ, কেমহরি দাশ ও কাঞ্চন মিয়া। পটিয়া গৌরব সংসদ প্রতিবছর নানা আয়োজনে দিবসটি পালন করে আসছে। এবছর দিবসটির ৫০তম বার্ষিকী হলেও করোনা মহামারির কারণে সীমিত পরিসরে দিবসটি পালিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৩টায় পটিয়া হাইদগাঁও গ্রামে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন অধ্যাপক অভিজিত বড়ুয়া মানু, হারুনর রশিদ ছিদ্দিকী, অধ্যাপক অজিত কুমার মিত্র, আবদুর রাজ্জাক, সেলিম উদ্দিন, হারুনুর রশিদ মাহবুব, এসএম রিদওয়ান কবির, শ্যামল দে, জাহেদুল পাশা আকাশ, অ্যাডভোকেট অরুণ মিত্র, স্থানীয় পৌর কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, আবদুর রহমান রুবেল, নজরুল ইসলাম প্রমুখ। পরে পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল পৌরসভার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শফিউল আলম, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর গিয়াস উদ্দীন আজাদ, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার প্রমুখ। এছাড়া স্থানীয় উদয়ন সংঘ, শহীদ পরিবারসহ বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে তদন্ত আহ্বান অ্যামনেস্টির
পরবর্তী নিবন্ধকরোনা চিকিৎসায় আরেকটি ওষুধ অনুমোদন দিল ভারত