বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মিত ম্যুরালে আগুন দেয়ার অভিযোগে পটিয়ায় দুইজনকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। তারা হলেন- উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের জলিল আহমদের পুত্র সালাউদ্দিন তালাশ (৪০) ও একই এলাকার মৃত আবদুস সালামের পুত্র আরিফ মাঈনুদ্দিন রাসেল (৩৮)। গতকাল শনিবার ভোরে পটিয়া থানা পুলিশ তাদের দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।
জানা যায়, উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ব্যক্তিগত অর্থায়নে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মাণ করা হয়। নির্মিত ম্যুরালটি কিছুদিন ত্রিপল দিয়ে ঢেকে রাখে। গত বৃহস্পতিবার ভোর রাতে দুর্বৃত্তরা ম্যুরালে আগুন দিলে ত্রিপলের কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন আইনের বিরুদ্ধে আচরণ করায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিরা ম্যুরালের ক্ষতিসাধন ও হুমকি প্রদানসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রতি কটুক্তি ও অবমাননার অপরাধ করেছে।