পটিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ঢেকে রাখা ত্রিপলে আগুন

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২০ মে, ২০২২ at ৯:৩৩ পূর্বাহ্ণ

পটিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল ঢেকে রাখা ত্রিপলে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সামনে স্থাপিত মুর‌্যালে আগুন দেয়ার এ ঘটনা ঘটে। তবে কে বা কারা করেছে তা পুলিশ কিংবা কেউ নিশ্চিত করে জানাতে পারেনি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান ও পটিয়া থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ব্যক্তিগত অর্থায়নে পরিষদের সামনে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মাণ করেন। এটি উদ্বোধন করার কথা রয়েছে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপির। রাস্তার পাশে ও ইউনিয়ন পরিষদের সামনে নির্মিত ম্যুরালটি এতদিন ত্রিপল দিয়ে ঢাকা ছিল। বৃহস্পতিবার ভোর রাতে ম্যুরালে আগুন দিলে ত্রিপলের বেশিরভাগ অংশ পুড়ে যায়। আগুন দেওয়ার বিষয়টি সকালে জানাজানি পুলিশ আসে। ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মো. করিম ও আমির আলী জানিয়েছেন, প্রতিদিনের মত তারা রাতে পরিষদের দোতলায় ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান ঢেকে দেওয়া ত্রিপল পুড়ে গেছে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, বঙ্গবন্ধুর ম্যুরালে আগুন দেওয়ার খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে আওয়ামী লীগের সাংগঠনিক সভা
পরবর্তী নিবন্ধভায়োলিনিস্ট’স চট্টগ্রামের রবীন্দ্র স্মরণানুষ্ঠান আজ