পটিয়ায় পুকুরে থালা–বাসন ধোয়ার সময় পানিতে পড়ে টিংকু দাশ (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার অটোরিকশা চালক ছোটন চক্রবর্তীর স্ত্রী। স্বজনদের দাবি, তিনি দীর্ঘ দিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে টিংকু দাশ বাড়ির পাশের পুকুরে থালা–বাসন ধোয়ার জন্য যান। ধোয়ার কাজ করার সময় হঠাৎ মৃগী রোগের কারণে অসুস্থ হয়ে তিনি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।












