পটিয়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় এক নৌবাহিনী সদস্য ও এক স্বর্ণ ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও এক নৌবাহিনী সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পটিয়া বাইপাস সড়কের গাজীর বাড়ি এলাকায় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাজমুস সাকিব (৩৮) নামের এক নৌবাহিনী সদস্য বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। একই মোটরসাইকেলে থাকা ইকরাম হোসেন (২৯) নামের আরেক নৌবাহিনী সদস্য গুরুতর আহত হন। তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন জানান, দুর্ঘটনার পর বাসচালক গাড়িটি নিয়ে পালিয়ে গেছে।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে পটিয়া উপজেলার জিরি মাদ্রাসা গেট এলাকায় বাসচাপায় মো. আলী (৩৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হন। তিনি চট্টগ্রাম নগরীর হাজারী গলির ব্যবসায়ী এবং পটিয়ার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার বাসিন্দা। জানা গেছে, দোকান বন্ধ করে মোটরসাইকেলের পেছনে বসে এক প্রতিবেশীর মেহেদী অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে একটি দ্রুতগামী বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. হারুনুর রশিদ জানান, স্বর্ণ ব্যবসায়ী নিহতের ঘটনার বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। শুক্রবার সকালে নিহত মো. আলীর দাফন সম্পন্ন হয়েছে।












