পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপার বাস খাদে

অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশত যাত্রী

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়ায় সেন্টমার্টিন পরিবহনের একটি স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাসে থাকা অর্ধশত যাত্রী। দুর্ঘটনার পর দুপুর ২টার দিকে হাইওয়ে পুলিশ ক্রেনের মাধ্যমে গাড়িটি উদ্ধার করে। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টায় মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন আইডিয়াল স্কুলের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস মহাসড়কের কুসুমপুরা ইউপির হরিণখাইন এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে নেমে পড়ে। বাসটি ঢাকা থেকে কঙবাজার যাচ্ছিল। ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, স্লিপার বাসটিতে অর্ধশতাধিক যাত্রী থাকলেও ভাগ্যক্রমে সবাই অক্ষত রয়েছে। বাসটি হাইওয়ে পুলিশ সদস্যরা উদ্ধার করেন।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় ভাবিকে খুনের ঘটনায় দেবরসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধসন্তানদের ছবি হাতে হাসপাতালে খুঁজছেন অনেক স্বজন