সাবেক মেয়র, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং হোসনে আরা মনজুর ওয়ালফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে পটিয়ার সাত্তার পেটুয়া গ্রামে নির্মিত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামে মসজিদ। গতকাল সোমবার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও সমাজ সেবক মোহাম্মদ ফারুক আজম। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাশেদুল হক। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে উপস্থিত ছিলেন নিজামুল আলম, নুরুল আজিম, নুরুল আলম প্রমুখ। মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ফারুক আজম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান চির জাগরুক রাখার জন্য পটিয়ায় বেগম খালেদা জিয়ার নামে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












