পটিয়ায় নিজের মোমবাতি কারখানায় বিদ্যুৎপৃষ্টে আ.লীগ নেতার মৃত্যু

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

পটিয়ায় নিজের মোমবাতি তৈরির কারখানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে নিউটন দে (৪২) নামের এক আওয়ামী লীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের মৃত শান্তিপদ দের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিউটন দের স্ত্রী ছাড়াও ৬ ও ১১ বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে। জানা যায়, নিউটন দে বাড়ির পাশে একটি মোমবাতি কারখানা করে দীর্ঘদিন ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের মতো গতকাল সকালে কারখানায় গিয়ে সুইচ অন করেন।

এসময় অসাবধানতাবশত কারখানায় একটি তারে হাত দিলে সে বিদ্যুৎপৃষ্ট হয়। এক পর্যায়ে কারখানার ভেতরে থাকা একটি ফ্যান ছিঁড়ে নিউটনের শরীরে পড়ে যায়। পরবর্তীতে নিউটনের স্ত্রী তানিয়া দে দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দিলে তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভা
পরবর্তী নিবন্ধসড়কে নির্মাণসামগ্রী রাখায় একজনকে জরিমানা