পটিয়ায় নামাজ পড়তে যাওয়ার পথে মাইক্রোর ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

পটিয়ায় নামাজ পড়তে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফজলুল কাদের (৭০) কক্সবাজারের চকরিয়ার তরজঘাটা এলাকার বাচা মিয়ার পুত্র।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী ফজলুল কাদের পটিয়ার শান্তিরহাট এলাকায় গাড়ি থামিয়ে আসরের নামাজ আদায় করার জন্য সড়কের পাশে দাঁড়ান। এসময় উল্টো দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ ওয়াসিম। ব্যবসায়ীকে ধাক্কা দেয়া মাইক্রোবাসটি দ্রুতগতিতে পালিয়ে যায় বলেও পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘শয়তানের নিশ্বাস’ নামে কৌশলে প্রতারণা
পরবর্তী নিবন্ধরাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’: ঢাকা