পটিয়ায় প্রণয়নকৃত নতুন শিক্ষাক্রমের গুরুত্ব ও করণীয় শীর্ষক আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে গতকাল শনিবার সকালে আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও এসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষক প্রশিক্ষক, লেখক ও গবেষক শামসুদ্দীন শিশির।
এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন, উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সুচক্রদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস, পটিয়া জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এমদাদুল হাসান।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব ও আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান শেষে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অধীনে শিক্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা ৯৫জন শিক্ষকের মাঝে সনদ পত্র বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।












