চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তির হাট এলাকায় গতকাল রাতে দীর্ঘ ৬ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে পথচারীদের ব্যাপক দুর্ভোগে পড়তে হয়। এসময় যানজটে আটকা পড়ে রোগীবাহী অনেক অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী দূরপাল্লার বাসসহ শত শত যানবাহন।
রাত পৌনে ১১টা থেকে ১২টা পর্যন্ত দীর্ঘ একঘণ্টায় মহাসড়কের ভেল্লাপাড়া থেকে কুসুমপুরা বোর্ড অফিস পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে গন্তব্যে যাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়ে। জানা যায়, শান্তির হাট বাজার এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি বিকল হয়ে গেলে সড়কের উভয় প্রান্তে দীর্ঘ এ যানজটের সৃষ্টি হয়। এসময় যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দেখা যায়নি।
তাছাড়া সড়কের দুইপাশে বিভিন্ন পরিবহনগুলো এলোপাতাড়িভাবে পারাপারের চেষ্টা করায় যানজট আরো বেশি তীব্র হয়। স্থানীয়রা জানান, রাত ১২টার পর পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের একদল পুলিশ এসে যানজট নিরসনে কাজ করেন। পরে আস্তে আস্তে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।