পটিয়ায় দশ হাজার ইয়াবা সহ গ্রেপ্তার ৪

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২০ at ১১:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার কমলমুন্সিরহাট ও শান্তির হাট এলাকায় পুলিশের পৃথক অভিযানে ১০ হাজার ২৪৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে ৮ হাজার ২৪৫ ইয়াবাসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার মৃত মো. ইউনুছ মিয়ার পুত্র মোহাম্মদ আলী (৪০), কুমিল্লা জেলার নতুন নলচর গ্রামের মনু ব্যাপারীর পুত্র মো. ইসলাম (৩৫), নরসিংদী জেলার মনহরদী গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র মো. আবদুর রহিম (২০)। পরেরদিন গতকাল বৃহস্পতিবার উপজেলার শান্তিরহাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ শহীদুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করা হয়। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাফর আহমদের পুত্র। শহীদ যাত্রীবাহী বাস থেকে নেমে সিএনজি গাড়িতে ওঠার সময় পটিয়া থানার এসআই মো. নাজমুল তাকে গ্রেপ্তার করেন।

পূর্ববর্তী নিবন্ধহেফাজতের সীরাত সম্মেলন বন্ধ করা যাবে না
পরবর্তী নিবন্ধসয়াবিন তেলে ওজনে কারচুপি, জরিমানা অননুমোদিত বিএসটিআই মানচিহ্ন ব্যবহার