পটিয়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগে গতকাল মঙ্গলবার তিন মেয়র প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব বাবুল, জাতীয় পার্টির লাঙলের প্রার্থী ও কেন্দ্রীয় জাপার ভাইস প্রেসিডেন্ট শামসুল আলম মাস্টার ও ইসলামী ফ্রন্টের মোমবাতির প্রার্থী এম আলী হোছাইন।
নৌকা ও মোমবাতি প্রতীকের প্রার্থীর কাছ থেকে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। লাঙলের প্রার্থীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তবে তিনি জরিমানা তাৎক্ষণিক পরিশোধ করতে পারেনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মেয়র ও কিছু কিছু কাউন্সিলর প্রার্থী আচরণবিধি লংঘন করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইনামুল হাসান অভিযান চালিয়ে এই জরিমানা করেন। তিনি জানান, আচরণবিধি প্রতিপালন/মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদানের জন্য এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি ছাড়াও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন। আগামী ১৪ ফেব্রুয়ারি এখানে নির্বাচন হবে।