পটিয়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২২ শুরু হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার ডাক বাংলো চত্বরে মেলার উদ্বোধন করেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। মেলা উপলক্ষে বিভিন্ন প্রকল্পে পুরস্কার প্রাপ্ত ৫ কৃষক পেলেন বিশেষ সম্মাননা। কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ পর্যায়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদেরকে এ সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডার গাঁও ব্লকের সরিষা চাষী নুরুল আবছার, ভার্মি কম্পোস্ট উৎপাদনে জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পে মোহাম্মদ সোহাফ উদ্দীন, সূর্যমূখী ফুল চাষে কেলিশহর ইউনিয়নের রতন দে, গম উৎপাদনে শোভনদন্ডী ইউপির সাহেদুল হক চৌধুরী ও একই ইউনিয়নের সূর্যমূখী ফুল চাষী রফিকুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দীন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ বুলবুল, খায়ের আহমদ, টিটন কুমার দে, মোস্তাক আহমদ, মো. সেলিম, কংকা দাশ প্রমুখ। মেলায় বিভিন্ন প্রজাতির উদ্ভিদ নিয়ে প্রায় ৩০টি নার্সারী তাদের উৎপাদিত ফল ও গাছের চারা প্রদর্শন করেন। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি উপস্থাপন করে। এ সময় বক্তারা বলেন, দেশ আজ কৃষিতে ব্যাপক সাফল্য অর্জন করে চলেছে। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের কৃষির সাফল্য আজ বিশ্বের বিস্ময়। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত রাখতে হবে।