পটিয়ায় ডাম্পিং প্ল্যান্ট স্থাপনের জন্য কেনা হবে ১ একর ২০ শতক জায়গা

মতবিনিময় সভায় স্থানীয় সরকার সচিব

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১২:৪৬ অপরাহ্ণ

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেছেন, পটিয়া পৌরবাসীসহ এলাকার একটি গুরুত্বপূর্ণ সমস্যা আবর্জনা ব্যবস্থাপনা। এখানে মহাসড়কের পাশে ময়লার স্তূপ দেখে আমি হতভম্ভ হয়েছি। অচিরেই এ সমস্যা সমাধান করা হবে। পটিয়া পৌরসভায় একটি বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক, দুর্গন্ধমুক্ত ও জনসাধারণের নাগালের বাইরে একটি ডাম্পিং প্ল্যান্ট স্থাপন করা হবে। এখান থেকে বায়ু গ্যাস উৎপাদনের মাধ্যমে জনগণের জ্বালানির এক চমৎকার সম্ভাবনা সৃষ্টি হবে। তার জন্য ১ একর ২০ শতক জায়গা ক্রয় করবে সরকার। আপনারা সস্তায় এ জায়গার ব্যবস্থা করে দেন, আমরা প্রজেক্ট দাঁড় করাব। গতকাল শনিবার দুপুরে পটিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পটিয়া পৌরসভা ও উপজেলায় চলমান পানি সরবরাহ প্রকল্প পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন কর্মপরিকল্পনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি পটিয়ার বিভিন্ন ইউনিয়নে সুপেয় পানির সমস্যা ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এসব সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের নির্দেশ দেন। পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান, চট্টগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মীর আবদুস সাহিদ, এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম মোস্তফা, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম, চট্টগ্রাম বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী আজগর, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. হাসান আলী, চট্টগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস, পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকোশলী সৌম্য চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন কুসুমপুরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, জঙ্গলখাইন ইউপির গাজী মো. বখতিয়ার উদ্দীন, হাবিলাসদ্বীপ ইউপির দেলোয়ার হোসেন, দক্ষিণ ভূর্ষি ইউপির এস এম শাহজাহান, শোভনদন্ডী ইউপির ফরিদুল আলম ও ভাটিখাইন গ্রাম আদালতের চেয়ারম্যান আবু তালেবসহ বিভিন্ন ইউপির সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন খাতে আলোর দিশা ফাউন্ডেশনের অনুদান
পরবর্তী নিবন্ধরাতআপ সীতাকুণ্ড শাখার ফ্রি সেচ্ছায় রক্তদান উৎসব