চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কে ট্রাক চাপায় জালাল (৫০) নামের এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাইপাসের গাজীর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালালের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী জমাদ্দারহাট এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীর বাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশাটি ধাক্কা খেলে অটোরিকশাটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে চালক গুরুতর আহত হন। সহকর্মী সিএনজি চালক মো. নুরুজ্জামান আহত জালালকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিস্তারিত আসছে….