পটিয়ায় ছাত্রলীগের দুই নেতা কারাগারে

‘নাশকতার প্রস্তুতি’

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৪:১১ পূর্বাহ্ণ

পটিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ধরে পুলিশে দিয়েছে। পাশাপাশি আরো একজন ছাত্রলীগের নেতাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম রুবেল (২৭)। তিনি পটিয়া পৌরসভার আল্লাই কাগজীপাড়ার লায়লা বাপের নতুন বাড়ির নুর নবীর পুত্র। রুবেলের বিরুদ্ধে এর পূর্বে পটিয়া থানায় দুইটি মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরজন হলেন, উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মো. সাজ্জাদ হোসেন রকি (২৬)। তিনি জিরি ইউনিয়নের আবু মেম্বার বাড়ির হারুনুর রশিদের পুত্র। জানা যায়, সকাল সাড়ে ৯টায় উপজেলার বাদামতল এলাকা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা গোলাম মওলা মাশরাফের নেতৃত্বে নুরুল ইসলাম রুবেলকে আটক করা হয়। এরপর তাকে পুলিশে দেন তারা। অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে শান্তির হাট এলাকা হতে সাজ্জাদ হোসেন রকিকে গ্রেপ্তার পুলিশ।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতরা নাশকতার উদ্দেশ্যে লোকজন নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়র সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধকুমিল্লা-৪ আসন থেকে নির্বাচন করবেন হাসনাত