পটিয়ায় চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

৪টি বন্দুক ও কার্তুজ উদ্ধার

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৫:২৮ পূর্বাহ্ণ

পটিয়ায় র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী আমানত উল্লাহ বাচা (৪০)। এসময় উদ্ধার করা হয়েছে ৩টি পিস্তল, ১টি থ্রি কোয়ার্টার বন্দুক ও ৩ রাউন্ড কার্তুজ। গ্রেপ্তার বাচা উপজেলার কচুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছৈয়দ বৈদ্যের পুত্র। গতকাল শনিবার এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
র‌্যাব জানায়, গত শুক্রবার রাত সাড়ে ৯টায় র‌্যাব-৭ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাচাকে ১টি অস্ত্রসহ গ্রেপ্তার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে আরো ৩টি অস্ত্র উদ্ধার করা হয়।
জানা গেছে, আমানত উল্লাহ বাঁচা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার পাশাপাশি অস্ত্র ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে ৭/৮টি মামলা রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বাচা দীর্ঘদিন ধরে ছোলাই মদ ও অস্ত্র ব্যবসা করে আসছিল। তার নেতৃত্বে রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকা থেকে ছোলাই মদ পটিয়ার বিভিন্নস্থানে পাচার করা হচ্ছিল।
পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমানত উল্লাহ বাঁচাকে অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশতাধিক বিতর্কিত ব্যক্তি কাউন্সিলর তালিকায়
পরবর্তী নিবন্ধআট জনকে আসামি করে মামলা, আটক ২ সন্দেহভাজন