পটিয়া উপজেলার কোলাগাঁও দাশপাড়াস্থ সর্বজনীন রক্ষাকালী বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মসভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির সভাপতি সমর কান্তি দাশের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিন্টু দাশ। প্রধান অতিথি ছিলেন দেশপ্রিয় চৌধুরী বিনয়। প্রধান বক্তা ছিলেন পলাশ কান্তি নাথ রণী। প্রধান অতিথি বলেন, ধর্মচর্চা ব্যক্তিজীবনকে করে আলোকিত, পরিবারকে করে অনুকরণীয় ও সমাজকে করে সমুজ্জ্বল। শিশু–কিশোরদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্ম ও নীতি শিক্ষার গুরুত্ব অপরিহার্য। বিশেষ অতিথি ছিলেন দিপুল কান্তি দাশ নিমাই, বীর মুক্তিযোদ্ধা ডা. অরুণ কান্তি শীল, রঞ্জন চৌধুরী ভুট্টো। মঙ্গলদীপ প্র্রজ্বলন করেন মিন্টু দাশ। করণ দাশের সঞ্চালনায় এতে বিশেষ বক্তা ছিলেন ডা. স্বপন বসাক ও ডা. অনুপম নাথ। সংবর্ধিত অতিথি ছিলেন সুব্রত বড়ুয়া, শিমুল দাশ, জিটু দাশ, সুখলাল দাশ, কামিনী দাশ। শেষে সম্মাননা প্রাপ্তদের স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি












