পটিয়ায় কেয়ার ফাউন্ডেশনের চিকিৎসাসেবা ও ওষুধ পেল ৭শ রোগী

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

পটিয়ায় কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ এবং ব্ল্যাড গ্রুপিং সুবিধা পেল ৭শ’ অসহায় ও সুবিধা বঞ্চিত নারীপুরুষ। গতকাল সোমবার দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ভাটিখাইন ইউপি চেয়াম্যান মোহাম্মদ বখতিয়ার। উপস্থিত ছিলেন কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মো. বেলাল হোসাইন, ইউপি সদস্য আবদুল মান্নান, আবু তালেব মেম্বার, মহিলা ইউপি সদস্য রুজী আকতার, মিজানুর রহমান। ফ্রি চিকিৎসা ওষুধ বিতরণ ও ব্ল্যাড গ্রুপিং ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. এমদাদুল হাসান, ডা. মিজানুর রশিদ আলমদার, ডা. ফাতেমা তুজ জোহরা, ডা. ইন্দ্রিরা, ডা. সৌমেন মিত্র, ডা. আবু সুফিয়ান ফয়সাল।

এ বিষয়ে ভাটিখাইন ইউপি চেয়ারম্যান বখতিয়ার বলেন, মফস্বলে উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে কেয়ার ফাউন্ডেশন সে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য আমি এলাকাবাসির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে অনেক অসহায় নারী পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরেল স্টেশন এলাকায় ইয়াবা হাতে যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ৫ লাখ মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ