পটিয়ায় কেডিএস গ্রুপের ব্যবস্থাপনায় ২০ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২৮ ডিসেম্বর, ২০২২ at ৫:০৭ পূর্বাহ্ণ

কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমানের ব্যবস্থাপনায় ২০ হাজার শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার জিরি ইউনিয়নের সাঁইদাইর গাউছিয়া তৈয়্যবিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া আলিম মাদ্রাসা মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। শিল্পপতি খলিলুর রহমানের পক্ষে এসব কম্বল বিতরণ করেন কাশিয়াই ইউপি চেয়ারম্যান আবুল কাসেম। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হাসেম চৌধুরী, কুসুমপুরা ইউপির প্যানেল চেয়ারম্যান শওকত আকবর, কেডিএস গ্রুপের ম্যানেজার কাজল বড়ুয়া, এবিটস’র সভাপতি এম ইদ্রিস চৌধুরী অপু, যুবলীগ নেতা আশিষ দাশ। প্রতিবছরের ন্যায় সকাল থেকে উপজেলার জিরি, কাশিয়াইশ, কুসুমপুরা, বড়লিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। যা পুরো শীত মৌসুম পর্যন্ত চলমান থাকবে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবুল কাসেম জানান, কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের অর্থায়নে প্রতিবছর এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন উপলক্ষে ত্রাণসামগ্রী ও সহায়তা প্রদান করা হয়। এরই অংশ হিসেবে শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে এ কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। এ শিল্প গ্রুপের উদ্যোগে এ ধরনের সহায়তামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএরাবিয়ান লিডারশিপ মাদরাসার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধআইস্টক বিডির প্রেডিক্ট উইন ক্যাম্পেইনের পুরস্কার বিতরণী