জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে দুর্নীতির অভিযোগ থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) অব্যাহতি প্রদান করায় পটিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে গণসমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পটিয়া উপজেলা চত্বর থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিল বের করা হয়। গণমিছিলটি পটিয়ায় মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে গিয়ে শেষ হয়।
গণমিছিলে নেতাকর্মীরা আনন্দ উৎসবে মেতে উঠে। এ সময় নেতাকর্মীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার সরকার বার বার দরকার,’ ‘সামশুল হক চৌধুরীর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মিথ্যা অভিযোগ প্রমাণ হলো, সামশু ভাইয়ের জয় হলো’ সহ নানা স্লোগানে মুখরিত করে তুলেন রাজপথ।
এর আগে উপজেলা আ’লীগের সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন– চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, জেলা আ’লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম, বিজন চক্রবর্ত্তী, রাশেদ মনোয়ার, আবদুল খালেক, মুহাম্মদ সেলিম চেয়ারম্যান, মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, আবদুল্লাহ আল হারুন, ঋষি বিশ্বাস, আবু ছালেহ চৌধুরী, এম.এজাজ চৌধুরী, ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ উল্লাহ, বেলাল উদ্দিন, আলমগীর আলম, এমএনএ নাছির, মাজেদা বেগম শিরু, হাসান উল্লাহ চৌধুরী, ইমরান উদ্দিন বশির, রিটন নাথ মাস্টার, আরাফাত শাকিল, আবদুল্লাহ আল নোমান। গণসমাবেশে বক্তারা বলেন, দুদকের অনুসন্ধানে অব্যাহতি পাওয়াই প্রমাণ করে হুইপ সামশুল হক চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত শেখ হাসিনার একজন সৎ ও যোগ্য জনপ্রতিনিধি।