পটিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫টি মামলায় ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৭ আগস্ট) পটিয়া পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে দোকানের মালামাল ও ভবন নির্মাণ সামগ্রী রাখা, পৌরসভার অনুমোদিত নকশা ছাড়া স্থাপনা নির্মাণ এবং ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে জরিমানা আদায়ের পাশাপাশি মালামাল জব্দ করে পৌরসভার জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও ফারহানুর রহমান।