পটিয়ার সাবেক মেয়র হারুনুর রশিদের বড় ভাইয়ের ইন্তেকাল

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৭:১১ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের বড় ভাই শিল্পপতি সিরাজুল মোস্তফা গতকাল রোববার দুপুরে ইন্তেকাল করেছেন (ইনা্নলিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুম সিরাজুল মোস্তফা পটিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম কবির আহমদ সওদাগরের বড় ছেলে। আজ সোমবার সকাল ১১টায় পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড শরীফ খাঁ জামে মসজিদ প্রাঙ্গণের নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, পটিয়া ইন্দ্রপোল লবন শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই, দক্ষিণ জেলা আ. লীগ নেতা বিজন চক্রবর্তী, কাউন্সিলর গোফরান রানা, পটিয়া ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরওয়ার কামাল রাজিব।

পূর্ববর্তী নিবন্ধএক টাকায় ইফতার সামগ্রী
পরবর্তী নিবন্ধসরকার বাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে