পটিয়ার লড়িহরায় আজান ও কেরাত প্রতিযোগিতা

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৭ এপ্রিল, ২০২৩ at ৬:৫১ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহরায় গ্রামে লড়িহরা একতা সংঘের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রহমান উপলক্ষে আজান হামদনাত ও কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় বিভিন্ন স্কুল ও মাদরাসার ৫৫জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। গতকাল রবিবার স্থানীয় লড়িহরা জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত এ প্রতিযোগিতায় সুললিত কণ্ঠে ক্ষুদে শিল্পীদের গাওয়া গানে উপস্থিত মানুষের হৃদয় ছোঁয়েছে। আল্লাহ ও রাসূল (সা🙂 এর শানে গাওয়া নাত ও হামদ গেয়ে মুগ্ধ করলেন একেকজন প্রতিযোগী। এ উপলক্ষে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান লড়িহরা একতা সংঘের সভাপতি শওকত হোসেন জনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শফিউল আজম, সংগঠনের সহ সভাপতি আবদুর রহমান, সংগঠনের উপদেষ্ঠা আতিকুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাতের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোহাম্মদ মিজান, লড়িহরা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মৌলানা আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাঈদ, মোহাম্মদ রকি, মোহাম্মদ হৃদয়, মো. ইমরান, মো. সাদাত. আবিদ, মোহাম্মদ অভি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএম এ আকতার চৌধুরী
পরবর্তী নিবন্ধমুজিবুল হক সৎ ও প্রগতিশীল রাজনীতিবিদ