পটিয়ার মনসা বাদামতলে রোড ডিভাইডার বসানো হোক

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রশস্ত করণ হলেও তাতে কোন ডিভাইডার স্থাপন করা হয়নি। যার ফলে সড়কে যানবাহন চলাচল হচ্ছে এব্রোথেব্রো। এতে করে যেমন দিন দিন দুর্ঘটনা বাড়ছে তেমনি একটি সড়কের যে শৃঙ্খলা সেটি ব্যাহত হচ্ছে। কয়েক দফা দুর্ঘটনা পরবর্তী আন্দোলনের পর শান্তির হাট এলাকায় সামান্য ডিভাইডার বসানো হয়। ইদানীং চট্টগ্রাম ও পটিয়ার মধ্যবর্তী একটি জনবহুল ও ব্যস্ত স্টেশন হিসেবে পরিচিত হয়ে উঠেছে পটিয়ার মনসা বাদামতল স্টেশন। কারণ এটি শহর এলাকার বাস স্টেশন, বোয়ালখালী ও পটিয়ার সিএনজি এবং হিউম্যান হলার স্টেশন হিসেবে অল্পদিনে বেশ জমজমাট এলাকায় পরিণত হয়েছে। একসময় ২/১ টি দোকান ছিল। এখন সেখানে হোটেল, কুলিংকর্নার, ফলের দোকান, ফার্মেসী, সেলুন, বিকাশ, মুদি দোকান, গ্যারেজ, শাক সবজির দোকান গড়ে উঠেছে। একটি এবাদতখানাও বানানো হয়েছে। ত্রিমুখী রাস্তা হওয়ায় কক্সবাজার থেকে আসা চট্টগ্রাম মুখী গাড়ি অনেক সময় বিপরীত দিক থেকে আসা গাড়ির অবস্থা সম্পর্কে জানতে পারে না। যার ফলে দুর্ঘটনা হয়। অন্যদিকে সবসময় গাড়ির জ্যাম থাকায় একটি গাড়ি আরেকটি গাড়িকে পাশ কাটতে গিয়েও ট্রাফিক নিয়মের তোয়াক্কা করে না। এর ফলে একেতো গাড়ির চলাচলের সমস্যা এবং মানুষের প্রাণহানি দিন দিন বেড়েই চলেছে। এ ধরনের দুর্ঘটনা কমিয়ে আনতে মনসা বাদামতল এলাকায় রোড ডিভাইডার বসানো অতীব জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষের কাছে আকুল আবেদন পটিয়ার মনসা বাদামতলে রোড ডিভাইডার বসানো হোক।

লায়ন মোঃ আবু ছালেহ্‌

সভাপতি

পটিয়া ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ

পূর্ববর্তী নিবন্ধওয়াহিদুল হক: জীবনবাদী সাংস্কৃতিক ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধভীতু হাবা