পটিয়ার পিঙ্গলা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে বাউবির ওরিয়েন্টেশন

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

পটিয়ার পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় ব্যাচের ওরিয়েন্টেশন ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ও শিক্ষার্থীদের মাঝে বই উৎসব অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি জসীমুল আনোয়ার খানের সভাপতিত্বে ও আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বিএনপি নেতা সামশুল আনোয়ার খান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. আরেফ উল্লাহ, জঙ্গল খাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক, লাখেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুসুম চৌধুরী, হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে, এয়াকুবদন্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৌমেন বড়ুয়া, বিএনপি নেতা হাজী মোহাম্মদ কাইছ, কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদা বেগম, বিএনপি নেতা গাজী রেজাউল করিম, এডহক কমিটির সদস্য মীর জাকের আহমদ, সহকারী প্রধান শিক্ষক সরওয়ার উদ্দিন, বুদ্ধেন্ধু বড়ুয়া, সাবেক সদস্য দেলোয়ার হোসেন খান, শাহেদুল ইসলাম, মুছা আলী, সাজিয়া বেগম, মেরী মল্লিক প্রমুখ। বই উৎসব অনুষ্ঠানে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে এসএসসি ১ম ও ২য় ব্যাচের বই হাতে তুলে দেন অতিথিরা। এরপর শিক্ষার্থীরা বই উৎসবে মেতে উঠে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম বলেন, পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে বাউবির এসএসসি প্রোগ্রাম চালু হওয়ার পর থেকেই সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে। শিক্ষার্থীরা এখান থেকে এসএসসি পাসের পর পরবর্তী উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন পর্যায়ে আজকে সম্মানের সাথে অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা জমিয়াতুল মোদার্রেছীনের কাউন্সিল