পটিয়ার কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে

স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময়ে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নের ৩৯টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে হবে। গ্রামের দরিদ্রজনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে না পারলে একটি সুস্থজাতি গঠনে রাষ্ট্র পিছিয়ে পড়বে। সে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সাথে চিকিৎসাসেবা দিতে হবে। তিনি গতকাল শনিবার উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত পটিয়া উপজেলাধীন ১৭ ইউনিয়নের ৪৯ টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য দেবব্রত দাস দেবু, অধ্যাপক হারুনুর রশিদ, ডাক্তার দিলীপ দে, প্যানেল মেয়র কামাল উদ্দিন বেলাল, নুর উর রশিদ চৌধুরী এজাজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নে নারী-পুরুষকে সমতার ভিত্তিতে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধসরকার শিক্ষার উন্নয়নে নিরলস কাজ করছে