চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়াপঞ্জির আওতায় অনুর্ধ্ব-১৬ বালক-বালিকাদের এ্যাথলেটিক্স প্রতিযোগিতা গতকাল পটিয়া সরকারি শিশু পরিবারের প্রতিযোগিদের নিয়ে স্থানীয় হুলাইন শিশু পরিবারের মাঠে অনুষ্ঠিত হয়। এতে ১২টি ইভেন্টে প্রায় শতাধিক বালক-বালিকা অংশগ্রহণ করে। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার মনোঞ্জন দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. ওয়াহিদুল আলম, শাহনাজ পারভীন, পটিয়া শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মোছা. তাসলিম আক্তার, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এএফসি কোচ নাছির উদ্দিন, সদস্য পুলক চৌধুরী, শিশু পরিবারের কর্মকর্তা কামাল উদ্দিন, আমিরুল হক, আমিনুল ইসলাম, শরিফ আলম ও আবছার উদ্দিন প্রমুখ।