প্রথম বিভাগ ফুটবল লিগে শিরোপা প্রত্যাশী দুই দল পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং শতদল ক্লাবের জয়রথ থামিয়ে দিয়েছে বাকলিয়া একাদশ এবং কর্ণফুলী ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় পটিয়া উপজেলা ২-২ গোলে বাকলিয়া একাদশের সাথে ড্র করে পয়েন্ট হারায়। পটিয়া ড্র করে ১ পয়েন্ট লাভ করলেও দিনের দ্বিতীয় খেলায় শতদল হেরে যায় কর্ণফুলী ক্লাবের কাছে পূর্ণ তিন পয়েন্ট হারায়। ফলে শিরোপা দৌড়ে শতদল কিছুটা পিছিয়ে পড়লো। গতকালের খেলায় টানা তিন জয় পেয়ে খেলতে নামা পটিয়া উপজেলাকে খেলার শুরু থেকেই প্রচন্ড বেগ দেয় বাকলিয়া একাদশ। খেলার প্রথমার্ধে কোন গোল না পেলেও বাকলিয়া অনেকগুলো সুযোগ সৃষ্টি করে। পটিয়ার কিপার রাহুল সে আক্রমণগুলো সামাল দেন। পটিয়াকে এ অর্ধে কিছুটা নিষ্প্রভ দেখায়। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় দুটো দলই। আক্রমণ প্রতি-আক্রমণে মেতে উঠে তারা। তবে প্রথম সাফল্য পায় বাকলিয়া। প্রথমার্ধের ধারাবাহিকতা অব্যাহত রেখে খেলার ৮ মিনিটে এগিয়ে যায় তারা। এ সময় প্রুহলা চিং থেকে বল পেয়ে রাশেদ তা সামনে বাড়িয়ে দেন জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর রক্ষণভাগের ভুল বুঝাবুঝিতে আগুয়ান কিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন। ১-০ গোলে এগিয়ে যায় বাকলিয়া। খেলার ১৬ মিনিটে গোল ফিরিয়ে দেয় পটিয়া। তাদের স্ট্রাইকার মুসাকে বাকলিয়া রক্ষণভাগ বক্সে অবৈধভাবে বাধা দেন। রেফারী পেনাল্টির নির্দেশ দেন। পটিয়ার নিকশন চাকমা নোল্টিতে গোল করলে খেলায় সমতা আসে (১-১)। ২৩ মিনিটে আবারো আক্রমনে উঠে বাকলিয়া একাদশ। পটিয়ার ডিফেন্সের ভুলে রুবায়েদ হোসেন গোল করে বাকলিয়াকে ২-১ গোলে এগিয়ে রাখেন। কিন্তু এ গোলও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭ মিনিট বাদেই গোল পরিশোধ করে দেন পটিয়ার মুসা। পটিয়ার সংঘবদ্ধ আক্রমন থেকে বল পেয়ে হেডে বল জালে দেন তিনি(২-২)। বাকি সময় আর কেউ কেউ গোল করতে না পারলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ত্যাগ করতে হয় দু’দলকে। ৪ খেলা শেষে পটিয়ার পয়েন্ট ১০। অন্যদিকে সমান খেলায় বাকলিয়া ৪ পয়েন্ট অর্জন করেছে। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা মো. মুসা। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর এম.এ. কাসেম।
শতদল ক্লাব-কর্ণফুলী ক্লাব : পটিয়ার মতোই তিন জয় নিয়ে খেলতে নামা শতদল ক্লাব গতকাল প্রথম পরাজয়ের স্বাদ পায় কর্ণফুলী ক্লাবের কাছে। কর্ণফুলী ১-০ গোলে হারায় শতদলকে। টানা দুই জয়ে কর্ণফুলী ৪ খেলা শেষে ৮ পয়েন্ট অর্জন করেছে। শতদল সমান খেলায় ৯ পয়েন্ট পেয়েছে। গতকাল খেলার শুরু থেকেই কর্ণফুলী উজ্জীবিত ফুটবল খেলতে থাকে শতদলের বিপক্ষে। খেলার ১৮ মিনিটেই এগিয়ে যায় কর্ণফুলী। সতীর্থের হেড থেকে বল পেয়ে দলের দিদারুল আলম সৈনিক শটে শতদল কিপারকে পরাস্ত করেন(১-০)। এরপর দুই দলই একটি করে সম্ভাব্য সুযোগ নষ্ট করে। একগোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কর্ণফুলী। দ্বিতীয়ার্ধে শতদল ক্লাব ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে কর্ণফুলীও তাদের আক্রমন ধারা অব্যাহত রাখে। খেলার ৫৬ মিনিটে আক্রমনে উঠে তারা। দলের মো. আলমগীর শট নেন। সে শট ক্রসবার ছুঁয়ে চলে যায়। ৮৫ মিনিটে শতদল অধিনায়ক সুমন মিয়া ডান দিকে থেকে দুরন্ত শট নেন। কর্ণফুলী কিপার তা ঠেকিয়ে দেন। ইনজুরি টাইমে কর্ণফুলীর গোলদাতা সৈনিক এককভাবে বল নিয়ে গোলমুখে ছুটে যান। কিন্তু বাঁধাপ্রাপ্ত হন শতদল ডিফেন্সে। আরেকটি গোল করা আর সম্ভব হয়নি তার পক্ষে। এ অর্ধে শতদলও অনেকবার আক্রমন গড়ে। তবে তা কর্ণফুলী রক্ষণভাগ সামাল দেয়। ফলে শতদলকে প্রথম পরাজয়ের স্বাদ দিয়ে জয় নিয়ে মাঠ ত্যাগ করে কর্ণফুলী ক্লাব। এ খেলায় অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কর্ণফুলী ক্লাবের দিদারুল ইসলাম সৈনিক। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা নির্বাহী সদস্য সুমন দে। প্রথম বিভাগ ফুটবল লিগে আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলায় অংশ নেবে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এবং কল্লোল সংঘ।