মুক্তিযুদ্ধকালীন ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ৯ ডিসেম্বর গৈড়লার টেকে গেরিলা বাহিনী ও পাক বাহিনীর সম্মুখযুদ্ধে গেরিলা বাহিনীর বিজয় দিবস উদ্যাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে এক মতবিনিময় সভা গত সোমবার বিকেলে মো. হাবিবুর রহমান ইদ্রিসের সভাপতিত্বে জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তযুদ্ধকালীন ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ভবেশ কান্তি বড়ুয়া, যুগল সরকার, কামরুজ্জামান, মো. নুরুল ইসলাম, দয়াল হরি দে, প্রিয়তোষ চৌধুরী, গোলাম মাওলা চৌধুরী, সুকুমার দাশ, মো. রেজাউল করিম, সমর কান্তি বড়ুয়া, সুনীল আইচ, সত্যপ্রিয় বড়ুয়া, মো. আবু তাহের, মো. মুসলিম, অমিতাভ সেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঐতিহাসিক পটিয়া মুক্ত দিবস ব্যাপকভাবে উদ্যাপন করতে হবে। মুক্তিযুদ্ধে বিশেষ গেরিলা বাহিনী যে অনবদ্য অবদান রেখেছে তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।