চট্টগ্রামের পটিয়া উপজেলার জুলধায় এর্কন ইনফ্রাস্ট্রাকচারের ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর এই কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন প্রধানমন্ত্রী সারা দেশের ৮৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন।
পিডিবি সূত্রে জানা গেছে, বেসরকারিভাবে এর্কন ইনফ্রাস্ট্রাকচার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে। এখন বিদ্যুৎ উৎপাদনের ট্রায়াল চলছে। এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. জসীম উদ্দিন ভুঁইয়া আজাদীকে বলেন, গত সপ্তাহে পিডিবির চেয়ারম্যান এসেছিলেন। তখন তিনি বলেছিলেন, আগামী ১২ তারিখ জুলধায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পটিয়া ও আশেপাশের এলাকার কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র হলো, পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের শিকলবাহা খাল পাড়ে বারাকা শিকলবাহা ১০৫ মেগাওয়াট, একই প্রতিষ্ঠানের বারাকা কর্ণফুলী ১১০ মেগাওয়াট, আনলিমা (প্রেসিশন এনার্জি লিমিটেড পটিয়া) ১১৫ মেগাওয়াট, জোডিয়াক ৫৪ মেগাওয়াট, জুলধা ইউনিয়নের জুলধা গ্রামে জুলধা-২ ১০৮ মেগাওয়াট, জুলধা-৩ ১০৮ মেগাওয়াট ও আনোয়ারায় ৩০০ মেগাওয়াট ইউনাইটেড পাওয়ার প্ল্যান্ট।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রগুলো উদ্বোধন করবেন।
বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র মতে, বর্তমান প্রধানমন্ত্রী ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর ১১৯টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়, যার উৎপাদন ক্ষমতা ২০ হাজার ২৯৩ মেগাওয়াট।