পটিয়া ছাত্রলীগের আহ্বায়ক নাজমুলের বহিস্কারাদেশ প্রত্যাহার

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২৮ মার্চ, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

দেড় মাসের মাথায় পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের ছিদ্দিকীর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এর আগে নাজমুলের বিরুদ্ধে নারী সংক্রান্ত একটি অভিযোগ ফেসবুকে ভাইরাল হওয়ার পর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। অপর দিকে, তদন্ত কমিটি দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-স্কুল বিষয়ক সম্পাদক নয়ন সরকারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিস্কার ও গাছবাড়িয়া সরকারি কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিস্কার করা হয়।
জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম ও সহ সম্পাদক সোহেল রানা শান্তের তদন্ত প্রতিবেদনে নাজমুল সাকেরের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওযায় তাকে অব্যাহতি দিয়ে স্বপদে বহাল করা হল। দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবিটিভি চট্টগ্রামের আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
পরবর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের সেহেরী-ইফতার সামগ্রী বিতরণ