পটিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় শিকলবাহা স্পোর্টস একাডেমিকে ২-১ গোলে হারিয়েছে মোহাম্মদ নগর ফুটবল একাডেমি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন বিজয়ী দলের মো. বেলাল। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মো. হাবিবুল্লাহ, নাঈম উদ্দীন, মো. আনোয়ার, রিজেন্সী ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সাংবাদিক শফিউল আজম।