পটিয়া ও হাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
পটিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের পটিয়ার ভাইয়ার দিঘী পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. কামাল হোসেন (৪৫)। তিনি চন্দনাইশ উপজেলার হাশিমপুর ছৈয়দাবাদ চাঁদপাড়া এলাকার শফি আলমের পুত্র। গতকাল সোমবার সকাল সাড়ে ৬ টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সবজি ব্যবসায়ী কামাল হোসেন সোমবার সকালে সবজি বিক্রির উদ্দেশ্যে চন্দনাইশ থেকে পটিয়া কমলমুন্সির হাট আসার পথে সিএনজিতে পিকআপের ধাক্কা লাগলে কামাল হোসেন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দুর্ঘটনায় গাড়ি দুটি আটক করা যায়নি।
হাটহাজারী প্রতিনিধি জানান, সড়ক দুর্ঘটনায় মো. সোলাইমান গাজী (৪২) নামে ঔষধ কোম্পানীর এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের বুড়িপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান নোয়াখালীর চাটখীল উপজেলার মুকবুল আহম্মদের পুত্র। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেফকো ফার্মাসিটিকেল কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. সোলাইমান গাজী গতকাল রাত আনুমানিক আটটার দিকে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি হাইস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত নয়টা সোয়া নয়টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন। হাটহাজারী উপজেলা ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার সভাপতি মো. মেহেদী হাসান তার মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। হাইসটির চালককে হাটহাজারী বাস স্টেশন থেকে ধাওয়া করে আটক করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।