অনুপ বিশ্বাস সিজেকেএস-সিডিএফএ ১ম বিভাগ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। নওজোয়ানের টানা দ্বিতীয় জয়ের দিনে টানা দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। গতকাল রোববার লিগের একমাত্র খেলায় নওজোয়ান ১-০ গোলে পটিয়া উপজেলাকে পরাজিত করে। ২টি হার এবং ৩টি জয়ের সুবাদে পাঁচ খেলা শেষে নওজোয়ানের পয়েন্ট ৯। অন্যদিকে সমান খেলায় পটিয়ার পয়েন্ট ৭। পটিয়া উপজেলা ২টি খেলায় জয়,২টি খেলায় পরাজয় এবং ১টি খেলায় ড্র করেছে। লিগের শুরুতে টানা দুই জয় দিয়ে শুরু করলেও পরে টানা দুই পরাজয়ে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে লিগে অংশ নেয়া পটিয়া। নওজোয়ান ক্লাবও শিরোপা জয়ের আশায় ভালো দল গড়ে প্রথম খেলায় রাইজিং স্টারকে হারিয়েছিল। কিন্তু রক্ষনভাগের ব্যর্থতায় পরের দুই খেলায় পরাজিত হয়ে অনেকটা ব্যাকফুটে চলে যায় আগ্রাবাদের ঐতিহ্যবাহী দলটি। তবে ৪র্থ ও ৫ম খেলায় জয়লাভ করে আবারো ছন্দে ফিরে এসেছে তারা। এখন শিরোপা লড়াইয়েও সামিল হয়েছে নওজোয়ান ক্লাব।
এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকালের খেলায় প্রথমার্ধের ২০ মিনিটে ছোট ডি-বঙে জটলার সৃষ্টি হয়। জটলা থেকে নাইম ইমাম বল জালে পাঠিয়ে দেন। আগ্রাবাদ নওজোয়ান এগিয়ে যায় ১-০ গোলে। এ গোলেই প্রথমার্ধের খেলা শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে বদলে যায় পটিয়া। সমানতালে খেলে শেষ পর্যন্ত লড়ে গেছে তারা। তাদের দুর্ভাগ্য অধিনায়ক বেলালের একটি শট সাইডবারে লাগে। এছাড়া তাদের আরো কয়েকটি বিপজ্জনক শট নওজোয়ানের ডিফেন্ডার ও গোলকিপারের দৃঢ়তায় প্রতিহত হয়। আগ্রাবাদ নওজোয়ানও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে নাইম ইমাম ডানপ্রান্ত থেকে গোলমুখে সেন্টার করলেও দলের অন্য কেউ বলের সাথে সংযোগ করতে পারেননি। এ অর্ধের ২৫ মিনিটে ডানপ্রান্তে কর্নার পতাকার কাছ থেকে ডাবলু দাসের দুর্দান্ত শট জাল স্পর্শ করার আগেই পটিয়ার কিপার শাকিল কর্নারের বিনিময়ে রক্ষা করেন। ইনজুরি সময়ে বড় ডি-বঙে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় ডাবলুকে ফাউল করে ফেলে দিলেও রেফারি পেনাল্টি এড়িয়ে যান। সহকারী রেফারির সাথে আলাপ করে তিনি ফ্রি-কিকের সিদ্ধান্ত দেন। এনিয়ে আপত্তি জানান নওজোয়ানের খেলোয়াড়রা। অবশ্য তারা পুনরায় খেলায় ফিরে আসেন। এর আগে দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে পটিয়ার হোসেন আলীর দুর্দান্ত শট গোলমুখে থাকা নওজোয়ানের রাজিবের মাথায় লেগে প্রতিহত হয়। শেষ দিকে পটিয়া বঙের বাইরে পরপর দুই দফা ফ্রি-কিক লাভ করে। কিন্তু নওজোয়ানের দৃঢ রক্ষণভাগের কারণে বাধাপ্রাপ্ত হয় তারা। পরে আর তেমন সুবিধা করতে পারেনি পটিয়া। গতকালের খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক নাইম আহমদ। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ শাহ একরাম। প্রথম বিভাগ ফুটবল লিগে আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় অংশ নেবে কর্ণফুলী ক্লাব বনাম কল্লোল সংঘ ক্লাব। বেলা ২.৪৫ টায় খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।