পটিয়া উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আগামীকাল শুক্রবার। বিকাল ৩টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে পটিয়া আবাহনী ক্রীড়া চক্র এবং পটিয়া ফুটবল একাডেমি। গতকাল বুধবার বিকেলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে টুর্নামেন্টের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও মোহাম্মদ আতিকুল মামুন।
এতে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিবুল ইসলাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটি আহবায়ক আবুল কাসেম, টুর্নামেন্ট কমিটির সদস্য উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, আবুল কালাম বাবুল, ডা. সৈয়দ সাইফুল ইসলাম, ক্রীড়া সংগঠক পুলক কান্তি চৌধুরী, ক্রীড়া সংগঠক নাছির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার, মোহাম্মদ শাহাবুদ্দিন, সাংবাদিক শফিউল আজম প্রমুখ।
এই টুর্নামেন্টে আবাহনী ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, আবদুস সোবহান ফুটবল দল, শেখ রাসেল ক্রীড়া চক্র, পটিয়া ফুটবল একাডেমি এই ৬টি দল অংশ গ্রহণ করছে।