চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা স্বৈরাচারিণী শেখ হাসিনাকে এ দেশ থেকে তাড়িয়েছে। এ দিনটি স্মরণীয় করে রাখতে আগামী ৫ আগস্ট পটিয়ায় বিএনপি ও অঙ্গ সংঠনের উদ্যোগে স্মরণকালের ঐতিহাসিক আনন্দ শোভাযাত্রা বের করা হবে। এ আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করতে যুবদলকে বিএনপির ভ্যানগার্ড হিসেবে ৫ আগস্ট মূল দায়িত্ব পালন করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে পটিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। বক্তব্য রাখেন গাজী আবু তাদের, মো. নাছির উদ্দিন, আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহজাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক আল রায়হান সোহেল, হামিদুর রহমান পেয়ারু, মো. মহিউদ্দীন, আবদুল ছালাম, মোহাম্মদ ইউছুফ, নাছির উদ্দিন তালুকদার, মো. জহির উদ্দীন, মো. নুর হোসেন, নুরুল আমিন জুয়েল, জামাল উদ্দীন, তৌহিদুল আলম প্রমুখ।