পটিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

পাহাড়ি সন্ত্রাসী, গরু চুরি ও উচ্চ শব্দে মাইক ব্যবহার নিয়ে উদ্বেগ

পটিয়া প্রতিনিধি  | বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের উৎপাত, আশংকাজনকহারে গরু চুরি বৃদ্ধি, উচ্চ শব্দে মাইক ব্যবহার ও কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপিসহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নেতৃবৃন্দ এ উদ্বেগ প্রকাশ করেন।

সভায় গত কয়েক বছর যাবত শুষ্ক মৌসুমে পাহাড়ি সন্ত্রাসীদের উৎপাত অপহরণ ও মুক্তিপণ আদায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে আশংকজনকহারে গরু চুরি বৃদ্ধি ও যত্রতত্র বিভিন্ন অনুষ্ঠানে উচ্চ শব্দে মাইক ব্যবহার করা এবং বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং চক্রের অপতৎপরতা রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।

এ সময় হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, প্রশাসন কঠোর হস্তে এসব অপরাধ দমনে এগিয়ে আসলে এসব অপরাধ সমূলে নির্মূল করা সম্ভব। এসব অনৈতিক কর্মকাণ্ডে যারাই মদদ দিচ্ছে কিংবা এসব অপরাধীরা যে দল মতের হোক না কেন তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। পাশাপাশি উচ্চ মাত্রায় মাইক ব্যবহার করে মারাত্মক শব্দ দূষণের বিরুদ্ধে প্রশাসনকেও যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন হুইপ। সভায় গরু চুরি ঠেকাতে স্ব স্ব ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে রাতে চকি বসানোর পরামর্শ দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, উপজেলা আ. লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারমান ডা. তিমির বরণ চৌধুরী, পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ, ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম, আমিনুল ইসলাম খান টিপু, জাকারিয়া ডালিম, রণবীর ঘোষ টুটুন, এম এ হাসেম, সরোজ সেন নান্টু, মাহবুবুর রহমান, হাইদগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড
পরবর্তী নিবন্ধপ্রথম বিভাগ ফুটবল লিগের শিরোপা জিতলো কিষোয়ান