পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে সামশুল আলম স্মরণসভা

| মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:৩০ পূর্বাহ্ণ

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবারের উদ্যোগে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এ কে এম সামশুল আলমের স্মরণসভা গত ৩০ জুলাই পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক চন্দন কুমার দাশের সঞ্চলনায় স্মরণসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাশিপ সাধারণ সম্পাদক ডা. সৈয়দ সাইফুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রয়াত সামশুল আলমের বড় সন্তান শাহরিয়ার পারভেজ, নাছির উদ্দীন, আহমদ কবির, মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, আবদুর রাজ্জাক, বিশ্বজিৎ দাশ, অলক দাশ, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক লিটন কুমার দাশ প্রমুখ। স্মরণসভায় বক্তারা প্রয়াত এ কে এম শামসুল আলমের কর্মময় জীবন এবং সমাজের প্রতিটি সেক্টরে ভূমিকার কথা স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা আমির হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধপেকুয়ায় এসএসসি ও দাখিল ২০০৫ ব্যাচের সংবর্ধনা অনুষ্ঠান