পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় জাতীয়করণ করা হোক

| শুক্রবার , ৮ এপ্রিল, ২০২২ at ৪:৪৮ পূর্বাহ্ণ

+১৭৮ বছরের পুরোনো বিদ্যাপীঠ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। দীর্ঘসময় ধরে শিক্ষার আলো জ্বালিয়ে আসছে পটিয়া তথা চট্টগ্রাম ছাড়িয়ে সারা বাংলাদেশে। পটিয়া নয় পুরো চট্টগ্রাম বিবেচনায় নিলেও পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মত উন্নত ও সমৃদ্ধ প্রাচীন বিদ্যাপীঠ আর দ্বিতীয়টি নেই। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ যে কোনো শিক্ষার্থীর নিকট গর্বের বিষয়। সেই সাথে ঈর্ষার বিষয়ও বটে। ছায়াঘেরা পরিচ্ছন্ন পরিবেশ। গুছানো সব দালান। নিজস্ব মিলনায়তন, শহীদ মিনার ও সমৃদ্ধ মাঠ। যে মাঠে ভাষণ দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক মন্ত্রী ও রাজনীতিবিদরা। আদর্শ পাঠদান পরিবেশ, পড়ালেখার মান ও পাস সব দিক থেকেই অদ্বিতীয় ও অসাধারণ। জাতীয় ক্ষেত্রেও এই স্কুলের অবদান অনস্বীকার্য। তৈরি করেছে হাজারো রত্ন ও কৃতি সন্তান। আবদুল করিম সাহিত্যবিশারদ, রাজনীতিবিদ আক্তারুজ্জামান চৌধুরী বাবু ও শিল্পপতি সাইফুল আলম মাসুদ এর মত ছাত্রদের স্মৃতি বিজড়িত এই স্কুলের কৃতী ছাত্রদের তালিকা এতো দীর্ঘ যে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
সব কিছু বিবেচনা করে বলা যায়, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় সব ধরনের যোগ্যতা দিয়েই সরকারিকরণের দাবী রাখে। ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হোক এটা শুধু প্রত্যাশা নয় প্রাণের দাবী।
আবদুল্লাহ ফারুক রবি,
সাবেক ছাত্র,
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধপাবলো পিকাসো: বিংশ শতাব্দীর চিত্রসম্রাট
পরবর্তী নিবন্ধহিংসা একটি মারাত্মক মানসিক রোগ