পটিয়ার হরিনখাইনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের পশ্চিম হরিনখাইন জুনিয়র ফুটবল একাদশ আয়োজিত প্রথম বারের মতো দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাতে হরিণখাইন আলতাফিয়া মাদ্রাসা মাঠে মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। উদ্বোধক ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর। বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী, জয়নাল আবেদীন, মোরশেদ সেলিম, শাহ আলম, মাসুদ, দিদার, সেলিম, সুমন, মনসুর প্রমুখ। ১৬ টি দলের অংশগ্রহনে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় এয়াকুব গ্রুপ স্পোর্টিং ক্লাবকে ১০ গোলে কোলাগাঁও ব্রার্দাস ইউনিয়ন ফুটবল একাদশ পরাজিত করে। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন শাহ আলম। সহকারী রেফারি ছিলেন সাইমন ও সুজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রশংসা করলেন চট্টগ্রামের উইকেট এবং তামিমকে নিয়ে
পরবর্তী নিবন্ধউদ্বোধন করলেন জাতীয় ফুটবলার ঋতুপর্ণা চাকমা