পটিয়ার সেই যুবদল নেতা বহিষ্কার

সাংবাদিকের প্রতিষ্ঠানে হামলা

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৪ অক্টোবর, ২০২৪ at ৭:১৮ পূর্বাহ্ণ

পটিয়ায় সাংবাদিক আবেদ আমিরীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় জড়িত সেই যুবদল নেতা মহিউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে গত শনিবার তাকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন পটিয়া পৌর যুবদলের সদস্য মহিউদ্দিনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আবেদ আমিরীর ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে যুবলীগ ও যুবদল নেতার নেতৃত্বে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদপুরে ডাকাতিতে গ্রেপ্তার পাঁচজন আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত সদস্য
পরবর্তী নিবন্ধব্র্যাক ব্যাংকের গ্রাহকদের জন্য ইমপেরিয়াল হসপিটালে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি